– আপনার নামটা যেন কী?
নাম তো আমি বলিইনি!
– বলেননি! এখন তবে বলেন।
চাইলেই সব হয়, তাই বুঝি ভাবেন?
– নামই জানতে চেয়েছি, ঠিকুজি না!
বললেই সব উগরে দেবো, তাই না?
– আপনাকে চিনি না, ঝগড়া আমি চাই না
ওমা, কোথায় ঝগড়া? এ তো বাস্তবতা!
– আপনার দেখছি বড্ড বেশি দেমাগ!
সবারই তাই থাকে হলে খানিকটা সজাগ।
– হার মানছি, কেন মিছে লড়ে মরছি?
কে চেয়েছে? দিন না লড়াইয়ে যতি!
– আচ্ছা, এখন তবে নামটা পেতে পারি?
ও বাবা, কীভাবে? পরিচয় হলো নাকি?
– সেকি! হয়নি? এই তো আছি পাশাপাশি দিব্যি।
আপনি বড্ড গায়েপড়া, এভাবে কেউ বলে কি?
– আহা, নামই শুধু জানতে চেয়েছি, অন্যকিছু চাইনি!
এভাবেই সবে বলে, ভাজা মাছটি যেন উল্টোয়নি!
– আপনি তো দেখি অসাধারণ পেঁচুক!
কেউ জানি কলিকালের সরল ভাবুক!
– উফ! পেরে ওঠাই দায়, দস্যি মেয়ে বাবা!
এবার তবে থামি, কথা না বাড়ুক, টাটা।
– কিন্তু এ লগ্ন প্রেমের আবিরে মগ্ন, যাবে বৃথা?
ওমা, কবি নাকি? পালিয়ে বাঁচি, নেই যে আশা!
– অনেক হয়েছে, এবার নাহয় একটু মিল করি?
কী চাইছেন, তাই তো জানিনা, কীসে হবে কী?
– নামটা যেন কী? দুত্তরি ছাই, তলই না পাই!
নাম কটকটি। চলবে? নইলে আর না এগোই।
– হা হা হা, তবে ছলনা নয়, সত্যি?
হি হি হি, তাহলে আর বলছি কী!
Like this:
Like Loading...