চোখ ভরে আসে তপ্ত জলে,
কার উপর কীসের অভিমানে
বুকের জমিনে আহত শ্রাবণ নামে?
কী দিই জবাব যদি কেউ শুধায়?
জানা নেই, কিছু যে জানা নেই
কেন কাঁদে এই মন ব্যাকুল নিরুপায়।
দৃষ্টি যে তার শূন্য মলিন উদাসে
বুক ভাঙে পাঁজরের সস্তা দামে!
কে রোধে কণ্ঠ সারাবেলা
এই বিষন্ন আকুলি হুতাশে?
চোখ ভিজে যায় নোনা সন্তাপে
অমোঘের মেঘে জ্বলে
না পারার নি:স্ব প্রখর দহন।
কে হাসে যা কিছু ঘটেছে ভালো
তার সবটুকু আমূল খুইয়ে,
সর্বহারার উথল অভিমানে?
তাই নীরবতা, তোমায় চেয়েছি কাছে।
তুমি যে আজ আমার
বড়োই একান্ত আপন!