কেউ জানে না এ ব্যথা কোথায় গিয়ে জ্বালায়?
কেউ বোঝে না এ অনাদর কোথায় গিয়ে কাঁদায়?
আমায় যত পার দুঃখ দিয়ে যাও, কিছুই বলব না।
যত পার আঘাতে কর রক্তাক্ত, তবু ক্ষত দেখাব না।
কেউ জানে না চেয়ে চেয়ে কেবলি দেখি শিখরের স্থানচ্যুতি।
কেউ বোঝে না আলগোছে কখন ক্ষয়ে যায় হৃদয়ের মোহন দ্যুতি!
আমায় যত পার উপেক্ষা করে যাও, প্রতিবাদ করব না।
যত পার প্রচ্ছন্নে সরিয়ে দাও বাড়িয়ে দেয়া হাত, অভিযোগ করব না।
কেউ জানে না কোন্ গভীর ব্যথায় নীল হয়ে আছি এই আমি…
কেউ বোঝে না কোন্ অব্যক্ত অভিমানে কী বড্ড খারাপ আছি!
আমি ভাল নেই, সত্যিই ভাল নেই। তুমি কি বেশ আছ?
আমায় পুড়িয়ে কোন্ অনলে স্বস্তির মরীচিকা সারারাত খুঁজেছ?
আমিও ভাল নেই। আসলেই, কেউ জানে না এ ব্যথা কোথায় গিয়ে জ্বালায়।
ধন্যবাদ, মাটি ভাই। আসলেই তাই। কেউ আসলে বোঝে না, কোথায় গিয়ে উথাল-পাথাল হয়। মানুষ খালি বাইরেটাই দেখে। খুব কম লোকেই আমাদের নিত্যদিনের মুখোশের আড়ালে বেদনার্ত সত্তাটিকে বুঝতে পারে।
যৌবন কালে বিয়ে না হলে আসলেই খুবই ব্যাথার মাঝে থাকতে হয় :p
খুবই ভাল বুচ্ছস। উল্লুক কুয়ানকার!
আরে আপনাকে কই নাই, মাটি ভাইকে কইছি 😦
কি কঠিন কঠিন বাক্যালাপ চলতাছে। আমি ভাই এগুলোর ধারে কাছেও নাই। এখনো বুঝতেই পারলাম না যে দুঃখে আছি।