একটা রিমোট গাড়ির বেদনা

মনে পড়ে বহুদিন আগে
একটা রিমোট কন্ট্রোলড্‌ গাড়ির জন্য
কত কান্নাটাই না কেঁদেছি।
মনে পড়ে মিলিদের দোতলায়,
মিলনের উদ্ধত মুখ।
ধরে রেখেছে একটা লাল গাড়ি –
কালো ডোরায় পাশ কাটা।
আর আত্মরম্ভিতায় স্ফীত বুক!
মনে পড়ে, সব মনে পড়ে
একটা ঝা চকচকে চার চাকার লোভ…
পাঠিয়েছে তার কাকা
সুদূর আমেরিকায় যার নিত্য থাকা।
মনে পড়ে ছোট্ট বুকে অপ্রাপ্তির দাবানল ক্ষোভ,
মিলিদের করুণা মিশ্রিত হাসি –
যেন ধন্য করেছে চাখতে দিয়ে
আরাধ্যের সুখ – রাশি রাশি!

মনে পড়ে মাকে কত জ্বালিয়েছি।
শপথ করেছি সুবোধের অলীক অসম্ভব মন্ত্রে!
ভালো হয়ে যাবো মা, একটুও দুষ্টুমি করবো না।
কিনে দেবে একখানা রিমোট গাড়ি?

আজ মনে পড়ে, খুব মনে পড়ে…
হঠাতই যেন বুঝে যাই কতকাল আগের
মায়ের অসহায় মুখ, তাতে বেদনার আঁকিবুকি!
অবুঝ শিশুর কাতর চাহনি…
বুঝবে সে কীসে? নিত্য টানাপোড়ার
অকথ্য দর কষাকষি!

মনে পড়ে কতকাল আগে
একটা অধরার জন্য কত কেঁদেছি।
আজও তাই আনমনে হেঁটে যাই খেলনার ভূবনে।
রিমোট গাড়ির পাশে এখনো চাই জুলজুলে চোখে।
দাঁড়িয়ে থাকে সময় অবধূত ঔদাসীন্যে,
আর আমার আহত শৈশব।
এখনো সুযোগ পেলেই সেটি
হ্যাংলার মত বিমুগ্ধ হারাতে চায়…

একটা রিমোট গাড়ির বেদনা
এ জীবনে যে ভুলবার নয়!!

কেন?

মানুষ এতো বোকাও হয়!
অধরা কে ধরায় মিশিয়ে
স্বপ্ন-বাসরে আনমন ডুবে রয়!

মানুষ এতো অবোধও হয়!
অপ্রাপ্তির ধ্রুবত্ব জেনেও
কোন সে মরীচিকার মায়ায়
পৌনঃপুনিক পথ হারায়!

মানুষ এতো নির্লজ্জও হয়!
বাসনার কফিনে গজাল ঠুকেও
আবার চেয়ে বসে
স্মৃতি জাগানিয়া প্রথম চাওয়ার
উত্তাল প্রহর…

মানুষ কখন এতো খেলো হয়ে যায়?
দূরে চলে যাবো-শতবার ভেবেও
কাছে পাবার সঙ্গোপন বাসনায়
প্রতিজ্ঞার বজ্রমুঠি,
বাড়ানো হাতের অদম্য মুগ্ধতায়
নিঃশর্তে শিথিল হয়!

মন কেনো এতো অবুঝ হয়
বুঝেও বোঝে না প্রত্যাখানের প্রচ্ছন্ন বিদ্রূপে।
দীর্ঘশ্বাসের মরা কটাল,
মায়াবী চাঁদের আরাধ্য ছায়া খুঁজে ফেরে
আহত জ্যোছনার সঙ্গীন ডানায়।
তবুও হায়! প্রলুব্ধ এ মন
সতত বদলানো তোমার স্বরূপে!