তুমি আসবে বলে
ভালোবাসাহীনতায় অনাথ পাখিরা
আবার বুঝি মেলেছে ডানা
বঞ্চনার পিঙ্গল আকাশে।
তুমি আসবে বলে
সুর-বিস্মৃত পাথর এ হৃদয়ে
আবার জমেছে গুঞ্জন;
অজানিতে বুঝি গুনগুনায়
ছন্দ-হীনতায় মগ্ন ব্যাকুল এ মন।
আমার এ জগদ্দল মৌনতা
তুমি ভাংবে বলে অনুভবি,
ভাবনার অতলে ঠিকানা হারালো
উদাসীনতার ক্লেশকর প্রত্যয়!
তুমি আবার ফিরবে বলে
নিদাঘের রং বুঝি বদলে যায়!
বুকের তপ্ত হাহাকারে মেশে
ছায়া সুশীতল, বারিময় অর্চনা।
তুমি আবার আসবে বলে
প্রতীক্ষায় ক্লিষ্ট আমার এই আমি
হৃদয়ের শব্দহীন ক্রুর জোছনায়
প্রেমময় মেঘের আড়াল খুঁজে যায়।