তুমি বিনা লাগে না কিছুতে মন
তুমিহীনা সব তামাদি
শুধু নির্জলা বিকর্ষণ!
যখন আমি পাই না কোথাও তোমায়,
গেঁথে চলো মৌনি-মালা, তখন
কিছুই হায়, এ মন না ভোলায়!
তুমি বিনা রঙ ফোটেনা আকাশে
তুমিহীনা গোলমাল পাখি-ঠোঁটে
তুমি বিনা উদোম বিতৃষ্ণা হৃদ-সকাশে!
তখনো আমি খুঁজি তারে বারে বারে
কেবলি চাই উৎকন্ঠা ভরে
যদি আসো মিছে অভিমান ভুলে?
তুমি বিনা ভালো লাগে না জীবন
তুমিহীনা সব বিবাগী
শুধু নির্মায়িক জ্বালাতন!
যদি মিছে অভিমান ভুলে সে আবার আসে তখন দেখবেন…. উল্টে আপনার হৃদয় অভিমানের বাষ্পে ভরে গেছে…….৷
সে হতে পারে হে! হা হা হা