একটু কান্নার জন্য করি আকুতি
যদি ঝরতো জল অঝোরে এক নদী,
মন হালকা হতো।
দেখাতে পারতাম যদি
বুকের চাপা কষ্টগুলো!
কেমন মুখ বুজে সই
যত আঘাত – সংহারি…
মন হালকা হতো।
ভালোবাসতে পারতাম যদি
নিঃশেষ উপেক্ষা,
দিন শেষের মন উথালি-পাথালি…
মন হালকা হতো।
আঁকতে পারতাম যদি
বিস্মৃতির ধোঁয়াশা!
যন্ত্রণার নীলে মিশতো
উদাসীনের ধূসরতা…
মন হালকা হতো।
যদি কাঁদতে পারতাম
এক বুক হাপুস নয়ন –
সমর্পনে নির্বাপন অন্তর্দহন…
মন হালকা হতো!
কিন্তু এ চোখ অশ্রুবিহীন
আঘাতে আঘাতে পাথর – যেন অনুভূতিহীন!
বুক ফাটে তবু চোখ ফাটে না
ভরা বেদনায় রুদ্ধ এ কণ্ঠ
তবুও জল গড়ায় না!
আহ, কাঁদতে পারতাম যদি
দু’কূল ছাপাতো মৌনতায় স্তব্ধ
পাথরের হৃদয় নদী…
মন হালকা হতো!