ঈপ্সিত হার!

আমি চাইলেই ভাঙ্গতে পারি এই বিকট নৈ:শব্দ
তুড়ি মেরে উড়িয়ে দিতে পারি জগদ্দল মুখবন্ধ।
চাইলেই বাজাতে পারি ধ্বংসের দামামা
গুড়িয়ে দিতে পারি যত ইতস্ততা – ব্যর্থতানামা!

আমি চাইলেই বলতে পারি কেউ নও আমার
ভুলতে পারি যত দাগ অবহেলার, উপেক্ষার।
চাইলেই হয়ে যেতে পারো আস্তাকুঁড়ের অতীত
সরিয়ে যত আবেগী জঞ্জাল – পৌনঃপুনিক হার জিত!

আমি চাইলেই সব পারি যেসব পারার কথা না!
হাসতে পারি আকর্ণ – বিদ্রুপে মাটি বেদনার হাঙ্গামা।
চাইলেই সব হয়, কিন্তু আমি যে সেসব চাইব না।
হেরেও জেতা যায় – আহ, সে বোঝে ক’জনা?

আমি চেয়েই হেরে যাবো, জিত আমার হবে না।
আমি তোমায় চেয়ে যে বিবাগী নক্ষত্র হবো…
তবুও যে তোমায় ভুলতে পারবো না!

প্রথম প্রকাশঃ জানুয়ারি ২০১৩

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s