আমি তোমায় পেতে গিয়েও পাই নি
তাই কাউকেও পেতে দেই নি এই আমাকে!
আমি তোমায় ধরতে চেয়েও
কেবল ব্যর্থতাই পেয়েছি।
ছুটে গেছে আকাংখিতের বাড়ানো সেই হাত।
প্রাপ্তির খাতায় তাই নিঃস্বতা
হাসে অপার বেদনার্ত চোখে।
এখন শুধু মন নিয়ে খেলি…
আমি চৌকস খেলোয়াড় হয়ে গেছি।
আজ আমার সকল আগল খোলা
আজ কেবল খেলতেই ভালোবাসি!
আমি তোমায় হারিয়ে ফেলেছি।
তাই কোথাও লিখি না মনের ঠিকানা।
খুলে রাখি, হা হা বিষম ঔদাসীন্যে
খুলে রাখি দেহের সকল তালা!
নির্বিবাদে চোখ মুদে থাকি…
আসলে আসুক যত পারে
মৌসুমের সম্ভোগী প্রজাপতি…
করি না পরোয়া!
আমি তোমার নাগাল পাই নি
তাই কাছে থেকেও কেমন থাকি অধরা!
আমি তোমাকে ছুঁতে পারি নি
যদিও বুকে ছিলো শত জনমের তৃষ্ণা!
আমি তোমায় পাই নি
তাই কাউকেও পেতে দেই নি জমানো হৃদয়-মালা।
কত বসন্ত এলো গেলো,
কত কোকিল গান শোনালো…
তবুও মেটে কি হায়
সেই কবেকার পাওয়া বিষম জ্বালা!
আমি তোমায় পাই নি
তাই মন নিয়ে আক্রোশে খেলি।
আলগা খাঁচায় প্রগলভা পাখি পুরে
সৃষ্টিছাড়া আনন্দ খুঁজি!
আমি খেলি, এখন কেবলই খেলি।
আমি খেলোয়াড় হয়ে গিয়েছি!
আর অভিমানে ঈশ্বরকে দেই নিকৃষ্টতম অভিশাপ।
একটা মনই তো চেয়েছিলাম…
এই কি আমার আজন্মের পাপ!
প্রথম প্রকাশঃ প্রজন্ম ফোরাম (এপ্রিল ২০১৩)