একটা কবিতা লিখবো বলে
কখন থেকে বসে আছি!
একটা শব্দের জাল বুনবো বলে
কখন থেকে কলম ভাঙ্গছি!
শব্দের উদ্ধত অপ্সরারা,
কীসে তোমাদের এত দেমাগ!
কেন তোমাদের এই নিঠুর খেলা
ব্রাত্য এই কবির সঙ্গে?
কেন তোমরা খেলো লুকোচুরি – নিত্যদিন?
কেন আসোনা এই বুকে…
ভুলে গেছ অযুত দিনের নিযুতসম ঋণ?
আমি বিনে কে বোঝে
তোমাদের অবিনাশি অপার যৌবন?
কে হাত বাড়িয়ে বলেঃ
এসো, উড়িয়ে দেই যোগ্য হৃদয়দেশে
তোমাদের অপাপবিদ্ধ মন!
একটা কবিতা লিখবো বলে
কখন থেকে শব্দের পিছে পিছে ঘুরছি…
প্রগলভা শব্দের তরুনীরা,
মিনতি করিঃ আর মিছে ঘুরিও না!
ধরা দাও, এইবার ধরা দাও এ বুকে…
শব্দ বিনে কবির বুক ধু ধু মরুভূমি
কাব্য বিনে কবির খাতা বেদনায় তামাদি!
একটা মনপবনের ঘুড়ি ওড়াবো বলে
কখন থেকে তোমাদের পিছু নিয়েছি…
দোহাই লাগে অপ্সরারা, আমায় তোমাদের
চরণরেখা চুমতে দাও…
তোমাদের ছন্দিল বক্রতা থেকে
ক’টা সুর দিলেইবা
পথের ধূলোয় অবহেলায় লুটিয়ে…
আমি উদাসীন কবি সেটাই নেবো বুক পেতে।
শব্দের লুব্ধক কামিনীরা,
আর আমায় বঞ্চিত করো না।
আমায়, আমায়…
এবার একটা কাব্যের ফুল ছুঁতে দাও!
প্রথম প্রকাশঃ প্রজন্ম ফোরাম (মার্চ ২০১৩)