তোমার নিমীলিত আঁখি
তিরতির কাঁপা পল্লব যেন আচঞ্চল পাখি!
কী কথা বলে নীরবে, কে জানে?
আমি শুধু চেয়ে থাকি পূর্ণ চোখে…
অথচ তুমি থাকো নীরবে নতমুখে।
যতই টানি কাছে, খুব কাছে
কেন যাও সরে? দূরে, আরো দূরে।
তোমার নিমীলিত আঁখি
আমি অবাক চোখে চেয়ে দেখি।
কপট রাগে সরিয়ে মুখখানি
কেন রাখো ঝুলিয়ে হন্তারক হাসি!
আমি ব্যাকুল, কেবলই ভাসি
ভরা জোয়ারে তৃষ্ণার জল খুঁজি।
আর ছুঁতে চাই গভীর আশ্লেষে
দু’ঠোঁটে কামনার নীরব খুনসুটি!
তোমার নিমীলিত আঁখি…
আমি উদ্বেল উদাসীন,
নির্বিবাদে তোমাতে মিশি।
ভালোবাসি সখি, ভালোবাসি
কেবল তোমার আরাধনাই করি!